হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পৃথক স্থান থেকে আইস ও ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় এক রোহিঙ্গাসহ দুজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার পৃথক অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

আটকেরা হলেন—জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে খাইরুল বশর (৩২) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের আবদুল আমিন (৩০)। 

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হওয়ার খবরের আজ সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় খাইরুল বশর নামের এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি আইস জব্দ করা হয়। 

অপরদিকে বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প ৮ /ই-এতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আবদুল আমিনকে আটক করা হয়েছে। তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয়। এ বিষয়ে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড