কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি তিমির মৃতদেহ ভেসে এসেছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা সৈকতে তিমিটিকে পড়ে থাকতে দেখে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, তিমিটি লম্বায় ৩৫ ফুট ও চওড়া ৫ ফুট। আজ সকালে জোয়ারের পানিতে এটি সৈকতে উঠে আসে।
স্থানীয় জেলে নূর আহম্মদে বলেন, সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমিটি ভেসে আসে। গভীর সাগরে মাছ ধরার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটি মারা গিয়ে থাকেত পারে বলে ধারণা করছেন তিনি।
কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুটি কারণে তিমি মারা যায়। প্রথমত, আয়ু পার হলে তিমি আত্মহত্যা করে থাকে। দ্বিতীয়ত, জাহাজে আঘাত পেলে । এছাড়াও সমুদ্রের তলদেশের পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ভুল করে খেয়ে ফেললেও তিমি মারা যেয়ে থাকে।
মফিজুর রহমান আরও বলেন, এর আগে ১৯৯১ সালে এরকম একটি তিমি ভেসে এসেছিল সৈকতে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ওই তিমি আত্মহত্যা করেছে।
মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে বালুর মধ্যে পড়ে থাকা মৃত তিমিটি দেখতে আজ দিনভর ভিড় করেছে মানুষ। তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের অংশ একবারেই পচে গলে গেছে।
এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে দুটি বিশাল আকৃতির তিমি সৈকতে ভেসে এসেছিল।