হোম > সারা দেশ > কক্সবাজার

পোশাক পরিবর্তন করতে মা–বাবা হোটেল কক্ষে, সুইমিংপুলে ডুবে সন্তানের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। 

মারা যাওয়া সাফানা খানের বয়স ৩ বছর ৬ মাস। সে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা পৌঁছার পর দুপুর ২টার দিকে অভিজাত হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরে সবাই মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান। 

এ সময় সাফানা খান ও তার ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান। একপর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। 

ওসি বলেন, এ সময় সুইমিংপুলের ওপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মী সাফানাকে উদ্ধার করে। পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়ি যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

রকিবুজ্জামান জানান, শিশুটির মা–বাবা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন। পরে প্রশাসনের অনুমতির পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল