হোম > সারা দেশ > কক্সবাজার

সাগর পথে অনুপ্রবেশকালে ট্রলারডুবি, শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ সাগর উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছিলেন তাঁরা। এ ঘটনায় আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

মৃতদের মধ্যে সাত শিশু, পাঁচ নারী ও দুজন পুরুষ রয়েছে। তাদের মধ্যে প্রথমে ১০ জন এবং পরবর্তী সময়ে আরও ৪ শিশুর লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সূত্র জানিয়েছে, সকালে চারটি ট্রলার করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। 

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফ সাগর উপকূলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে বলে জানা গেছে।’ 

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অনুপ্রবেশকালে ডুবির ঘটনা ঘটে। এতে ৪ শিশুর মৃতদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা সৈকতে মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে। খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা লাশগুলো নিয়ে যায় বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য। 
 
এর আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছিলেন, রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। যারা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে। 

এদিকে গত দুদিনে টেকনাফ সীমান্ত দিয়ে হাজারো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। এর মধ্যে অনুপ্রবেশ করা বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা