হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বৃদ্ধা খুন, নাতনি জামাইকে পুলিশে দিল স্থানীয়রা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় গোলতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতনি জামাই মোহাম্মদ আব্দুল্লাহকে (২৮) পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার তমতলায় ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ওই বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত গোলতাজ বেগম ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। আর অভিযুক্ত আব্দুল্লাহ ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বার আউলিয়া পাড়ার মৃত জাকারিয়ার ছেলে। তিনি কক্সবাজার তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজখানার শিক্ষক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও তাঁর স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। গত রোববার (১৩ অক্টোবর) বিকেলে নাতিন জামাই আব্দুল্লাহ এবং নানি শাশুড়ি গোলতাজ বেগমের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে পরদিন সোমবার আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে লোহার রড দিয়ে আঘাত করলে বৃদ্ধা গোলতাজ বেগম গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন ঘাতক আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড