হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পাহাড়ধস, অন্তঃসত্ত্বা স্ত্রীসহ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তাঁর স্ত্রী মাইমুনা আক্তার (২০)।

নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁর স্ত্রী মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনেরা।

কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়। রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে ঘরটির ওপর বড় এক খণ্ড মাটি গিয়ে পড়ে। তাতে স্বামী-স্ত্রী দুজনই চাপা পড়েন।

হেলাল উদ্দিন কবির আরও বলেন, ঘটনার পর আনোয়ারের মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুজনের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর হেলাল উদ্দিন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল