হোম > সারা দেশ > কক্সবাজার

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গুলি চালিয়ে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার দুপুরে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তাঁদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিন জেলে হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাঁরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নাফ নদীতে তিন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় আরাকান আর্মি তাঁদের দেখে গুলি চালায়। পরে তাঁদের ধাওয়া করে তুলে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, তাঁরা জেলে, নাকি মাদক কারবারি, তা পরিষ্কার নয়। ওই সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তাঁরা মাদক আনতে মিয়ানমারে গিয়েছিলেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাঁদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ