হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে ভেসে এল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৩৫ বছরের মতো। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ফুলহাতা সোয়েটার।

পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যা করা হয়েছে।

ওসি গিয়াস উদ্দিন জানান, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।’

কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ নিশ্চিত এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ