হোম > সারা দেশ > কক্সবাজার

শিবিরে মানবপাচারে তৎপর রোহিঙ্গা দালালেরা, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম। 

 ১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন। 

মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ। 

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে