বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে গতকাল ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ।
এদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের আজ বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় পর্যটকদের সার্বিক বিষয় বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন যায়। এসব জাহাজে করে সব পর্যটককে টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ ফাঁড়ি মাইকিং করে পর্যটকদের সতর্ক করতে দ্বীপ ছাড়তে উৎসাহিত করছে।
সেন্ট মার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পর্যটকদের দ্বীপে অবস্থান না করার জন্য অনুরোধ করে মাইকিং করা হচ্ছে।
এদিকে সকাল থেকে কক্সবাজার শহরের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা সমুদ্রসৈকতে পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে। গভীর সাগরে চলাচল করা সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।