হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এই সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনসহ সীমান্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক সভা হয়েছে। 

এতে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী  সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকের ব্রিফিংকালে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলে নিরুৎসাহিত করার কথা বলেন।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা