হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতের দখল, দূষণ বন্ধে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির দরিয়ানগর সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ বন্ধে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ রোববার এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নেতারা বলেন, সরকারের যথাযথ নজরদারি ও তদারকি না থাকায় শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত সৈকতের বালিয়াড়িতে একের পর অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও দূষণ বন্ধে কার্যকর ভূমিকা প্রয়োজন। সৈকত সংরক্ষণ না করলে পর্যটন শহরে ভবিষ্যতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। 

এ সময় বক্তারা, সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমি বন্দোবস্ত বাতিল ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

বাপার কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, কক্সবাজার নাগরিক অধিকার ফোরামের সভাপতি নজরুল ইসলাম, বাপার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংবাদিক আহমদ গিয়াসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল