হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ ঘটনা ঘটে বলে রামুর তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাহ উদ্দিন জানান।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে। তাঁর নাম বদিউল আলম (৪০)। তিনি উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকার বাসিন্দা।

ওসি মিজবাহ আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার কোটবাজার স্টেশন থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজারে যাচ্ছিল। পথে রামুর খুনিয়াপালং এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকনাফমুখী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি বলেন, ‘এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিও উল্টে যায়। এ সময় অটোরিকশাচালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মিজবাহ জানান।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের