হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই পর্যটক গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা মিন্নাত আলীর ছেলে বলে জানা গেছে। 

টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা জানান, ইকবাল পরিবার নিয়ে সমুদ্র সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এরপর তাঁকে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

নিহতের মেয়ে সিরাজুম মনিরা বলেন, মা-বাবা, ভাই ও বোন মিলে পরিবারের সবাই বেড়াতে এসেছিলাম। বাবা হাঁটু পানিতে নেমে হঠাৎ অজ্ঞান হয়ে পানিতে ডুবে যান। পরে লাইফ গার্ড কর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক