হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিদেশি পিস্তল গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল গুলিসহ নজির আহমদ (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবক ওই এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/ ১ এর ব্লক মাঝি নূরু জোহারের ছেলে। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদে জানা যায় বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। ওই এলাকায় অভিযান চালিয়ে নজির আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির আহমদ স্বীকার করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার কথা।’ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক