টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহ নামের রোহিঙ্গা যুবককে আটক করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোহাম্মদ শাহ সন্ত্রাসী সালমান শাহ দলের সক্রিয় সদস্য।
১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি বিশেষ দল নয়াপাড়ার রেজিস্টার্ড শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে মোহাম্মদ শাহকে আটক করে। সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
উল্লেখ্য, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসপি মো. তারিকুল ইসলাম তারিক।