হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভ সড়কে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশ্ব খাদ্য খাদ্য কর্মসূচির একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দরগাছড়ায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা অটোরিকশা চালক মোহাম্মদ সাদেক (২৮) এবং টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম (২০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারগামী অটোরিকশার সঙ্গে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা বিশ্ব খাদ্য সংস্থার পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। 

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ দিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ ঘটনায় গভীরভাবে শোক ও  দুঃখপ্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। এ বিষয়ে দ্রুত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক