হোম > সারা দেশ > কক্সবাজার

আইনজীবী সহকারীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় আইনজীবী সহকারীকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের ঘটনায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান, পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

আইনজীবী সহকারী হোছাইন আলী বলেন, অটোরিকশা থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে ইউপি চেয়ারম্যান তাঁকে নির্যাতন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু এর তৎপরতা না থাকায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন ও সিকদারপাড়ার শফিউল আলমদের সঙ্গে আইনজীবী সহকারীর পারিবারিক বিরোধ রয়েছে। গত ২ জুলাই সকালে অটোরিকশাযোগে আদালতে যাওয়ার পথে উত্তর ধুরুং পরিষদের সামনে থেকে চেয়ারম্যান গ্রাম পুলিশদের পাঠিয়ে তাঁকে তুলে নিয়ে পরিষদের হলরুমে আটকে রেখে নির্যাতন করেন। 

বিষয়টি আইনজীবী অ্যাসোসিয়েশনের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে হোছাইন আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, আইনজীবী সহকারীকে রাস্তা থেকে তুলে পরিষদে বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে