হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় একই এনজিওর দুই তরুণ-তরুণী কর্মীর লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি এনজিও সংস্থায় কর্মরত এক তরুণী ও এক তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তাঁরা দুজনই বেসরকারি সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকাল ৯টার দিকে উখিয়া সদরের রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক রহমত উল্লাহর মালিকানাধীন ভাড়া বাসায় এক যুবকের আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে ফ্যানের সিলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপি দেব নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

আরিফ হোছাইন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনা দুইটি আত্মাহত্যা বলে ধারণা করা হলেও রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে