হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় একই এনজিওর দুই তরুণ-তরুণী কর্মীর লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি এনজিও সংস্থায় কর্মরত এক তরুণী ও এক তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তাঁরা দুজনই বেসরকারি সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকাল ৯টার দিকে উখিয়া সদরের রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক রহমত উল্লাহর মালিকানাধীন ভাড়া বাসায় এক যুবকের আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে ফ্যানের সিলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপি দেব নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

আরিফ হোছাইন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনা দুইটি আত্মাহত্যা বলে ধারণা করা হলেও রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১