হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

নিহত সেনা কর্মকর্তা হলেন—লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। তরুণ এ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে কমিশন লাভ করেন।

সেনা সদর দপ্তর জানায়, গতকাল রাত ৩টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্পে খবর আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। খবর পেয়ে সেনাবাহিনীর তানজিমসহ সবাই ঘটনাস্থলে যান। ৪টার দিকে সেখানে ডাকাতেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

আরও জানানো হয়, এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের ধাওয়া করেন। তখন ডাকাতেরা তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করেছেন তারা। 

দেশের সেবায় তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১