হোম > সারা দেশ > কক্সবাজার

জমি নিয়ে দ্বন্দ্ব, দ্বিমুখী সংঘর্ষে একজনের মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় ধান রোপণকে কেন্দ্র করে নাজির হোসেন নাজু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আজ রোববার বিকেল ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত নাজির হোসেন জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। 

সংঘর্ষ সম্পর্কে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও স্থানীয় ইউপি সদস্য মিজান উল্লাহ সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজকের পত্রিকাকে জানান, জমিতে ধান রোপণ করাকে কেন্দ্র করে মৃত ছমির উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার জাফর আলমের ছেলেদের সংঘর্ষ হয়। দুপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে দ্বিমুখী সংঘর্ষে নাজির হোসেনসহ দুপক্ষের কয়েকজন গুরুতর আহত হয়। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় দুপক্ষের মধ্যে গুরুতর আহত হন নাজির হোসেনের ভাই আমির হোসেন, জাফর আলমের মেয়ে রাশেদা বেগম, ছেলে ইসমাইল ও মনজুর আলমের ছেলে মো. রশিদ। এর মধ্যে গুরুতর আহত রাশেদা বেগমকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে রামু থানায় অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, ‘এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’ 

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড