হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রসৈকতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. আলী তুহিন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় গোসলে নামা আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্র কক্সবাজার পৌরসভার নুরপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

উদ্ধার করা তিনজন হলো কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও শহরের নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ও সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ও শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈকত এলাকায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চার বন্ধু সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে তারা ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়।’ তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড