হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফের সমুদ্র উপকূলে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে নারী, শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পরিদর্শক মশিউর রহমান বলেন, গতকাল রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূলের পাহাড়ে বেশ কিছু মানুষ জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল সেখানে পৌঁছালে চার-পাঁচজন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধার রোহিঙ্গারের উদ্ধৃতি দিয়ে মশিউর রহমান বলেন, সেখান থেকে পালিয়ে যাওয়া লোকজন তাঁদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাঁদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে