হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় হত্যা মামলার আসামির হাত কেটে নিল সন্ত্রাসীরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

নুরুল আমিন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চুরির বিরোধ নিয়ে নুরুল আমিন (২৪) নামের এক ব্যক্তির হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করেছে একদল সন্ত্রাসী। নুরুল এলাকায় ‘কালাসোনা ডাকাত’ নামে পরিচিত।

গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল বিএমচর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে। নুরুল আমিন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন নোবেল হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নুরুল আমিন ও বিএমচর এলাকার বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে সৌরভের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকায় চুরি-ছিনতাইয়ে জড়িত ছিল। নুরুল আমিন প্রায় দুই মাস আগে সৌরভের মোটরসাইকেল চালানোর জন্য নিয়ে যান। এরপর বাইকটি ফেরত দেননি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে সৌরভ কিছু দিন পর নুরুল আমিনের পিতার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান।

এরপর কয়েক দিন আগে সৌরভের চাচাতো ভাই হাফেজ সাঈদের মোবাইল ফোন ছিনতাই করেন নুরুল আমিন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে বিএমচর বনিয়ারচর মাদ্রাসা এলাকা থেকে সৌরভ, শোয়াইবসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী নুরুল আমিনকে তুলে নিয়ে যান। এরপর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় দিল মোহাম্মদের খামারে নিয়ে যান তাঁকে।

তখন সৌরভ ও শোয়াইবের নেতৃত্বে সন্ত্রাসীরা নুরুলকে রশি দিয়ে বেঁধে মারধর করা করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করেন। এ ছাড়া বাম কানে গুরুতর জখম করেন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

এ বিষয়ে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিছ মিয়া বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তবে ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত এজাহার দেয়নি। নুরুল আমিন এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি