হোম > সারা দেশ > কক্সবাজার

ঢাকা যাওয়ার পথে সাড়ে ৭০০ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহর থেকে বাসে করে ঢাকায় যাওয়ার পথে সাড়ে ৭০০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের কলাতলী এলাকায় বাইপাস সড়কে জড়ো হন রোহিঙ্গারা। সেখান থেকে ১৯টি বাসযোগে তারা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে কক্সবাজার আদর্শ গ্রাম বাইতুল নূর আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় রোহিঙ্গারা। রোহিঙ্গারা জানিয়েছে তারা গাজীপুরের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছে। আটক সাড়ে ৭০০ রোহিঙ্গাকে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।’ 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এক সঙ্গে এত রোহিঙ্গা কীভাবে ক্যাম্প থেকে বের হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক