হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে (ট্রলি রান) কাটা পড়ে শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পহরচাঁদা গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বরইতলী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার আগে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচলের সময় রেললাইনে পর্যবেক্ষণ করা ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়েন বৃদ্ধ শাহ আলম। ঘটনাস্থলেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ইঞ্জিনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ গত ডিসেম্বরে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচল শুরু করে। নিরাপত্তা বিবেচনায় ট্রেন প্রতিটি ট্রেন চলাচলের আগে ট্রলি রান বা অ্যাডভান্স পাইলট ব্যবস্থায় ট্রেনের আগে আলাদা একটি ইঞ্জিন চলাচল করবে। 

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সকালে ট্রেনের ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড