হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে জামাতার ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু, আহত স্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পারিবারিক কলহে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জামাতা হাকিম উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে আজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায়। 

নিহত আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।  

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাকিম উল্লাহ শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী যমজ সন্তান জন্ম দেন। জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। আজ সকালে অপর সন্তানেরও মৃত্যু হয়।’ 

রফিকুল ইসলাম আরও বলেন, ‘দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে মেয়ের বাড়িতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও (২০) মারধর করা হয়।’

তিনি বলেন, ‘স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।’ 

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা জামাতা হাকিম উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক