হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদে স্পিডবোট ডুবি: শিশুসহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ৮ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুজন নিখোঁজ এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে। 
 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন স্পিডবোটের চালক বেলাল উদ্দিন এবং সেন্ট মার্টিন পূর্বপাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)। বোটটির মালিক সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ। 
 
ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা স্পিডবোটটি শাহপরী দ্বীপের উদ্দেশে রওনা দেয়। বোটটি নাফ নদের মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকে। 

একপর্যায়ে স্থানীয় জেলেরা নৌকা ও একটি স্পিডবোটে ভাসমান অবস্থায় আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান ইউএনও। 

নিখোঁজ শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের বহন করা স্পিডবোটটি শাহপরীর দ্বীপ আসার পথে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এতে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়।’

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক