হোম > সারা দেশ > কক্সবাজার

মালয়েশিয়ার কথা বলে ১০ দিন সাগরে ঘুরিয়ে তাঁদের নামানো হলো ইনানী বিচে   

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে স্বপ্নের দেশ মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে নামিয়ে দিয়েছে দালাল চক্র। প্রায় ১০ দিন আগে তাঁদের টেকনাফ সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলারে তোলা হয়েছিল। চক্রটি তাঁদের বঙ্গোপসাগরে ভাসিয়ে আজ সোমবার ভোরে মালয়েশিয়া পৌঁছেছে বলে সেখানে নামিয়ে দেয়। খবর পেয়ে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন।

আটক রোহিঙ্গারা জানান, তাঁরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের শরণার্থী। দালালদের মাধ্যমে তাঁরা মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। দালালেরা তাঁদের ট্রলারটি গভীর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সটকে পড়ে।

স্থানীয়রা জানান, আজ ভোরে প্রায় শতাধিক রোহিঙ্গা সৈকত থেকে লোকালয়ে আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এর মধ্যে অন্তত ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যান। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে।

উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আটক খুরশিদা বেগম (২৪) জানান, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে রওনা দেওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনী বাধা দেয়। সেখান থেকে ট্রলারের মাঝি গভীর সাগরের দিকে চলে আসে এবং ১০ দিন সাগরে ঘুরিয়ে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে তাঁরা পালিয়ে যান।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ২৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে