হোম > সারা দেশ > কক্সবাজার

মহিষের গুঁতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বদি, কাল আ.লীগের শুকরিয়া সভা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই মহিষের গুঁতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি। এরই মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

আজ রোববার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই মহিষ লড়াই করছে। মানুষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছিল। এমন সময় একটি মহিষ আরেকটি মহিষের পেছনে দৌড় দেয়। একপর্যায়ে প্রথম মহিষের গুঁতায় লাল গেঞ্জি পরে থাকা বদি সৈকতে বালুর মধ্যে পরে যান। এ সময় দ্বিতীয় মহিষটিও বদির ওপর দিয়ে চলে যায়। পরে উপস্থিত দর্শকেরা বদিকে উদ্ধার করে। 

জানা গেছে, স্থানীয় কয়েক যুবক মহিষের লড়াইয়ের আয়োজন করে। সেখানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বদি। সেই সময় মহিষের ধাক্কায় তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বদি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন। 

এব্যাপারে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সাংসদ আবদুর রহমান বদি মহিষের আক্রমণ থেকে একটুর জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। সে উপলক্ষে সোমবার দুপুর ৩টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের শুকরিয়া সভা অনুষ্ঠিত হবে।’ 

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত