হোম > সারা দেশ > কক্সবাজার

গণির জালে আবার ২৪ কেজির পোয়া, বেচলেন ৮৫ হাজারে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আবারও প্রায় ২৪ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরেছেন সেন্টমার্টিন পশ্চিমপাড়ার আব্দুল গনি। গনি তাঁর এলাকায় দাম হাঁকিয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। দরকষাকষি করে নুর আহমদ সওদাগরের কাছে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন তিনি।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে সেন্টমার্টিন পশ্চিমপাড়া সৈকত থেকে গনির জালে আবারও ধরা পড়ে ২৪ কেজি ওজনের কালো পোয়া। স্থানীরা এই মাছকে বলেন ‘কালা পোপা’। দুপুর ১টার দিকে বাজারে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্ত্রী মাছ হওয়ায় চড়া দামে বেচা যায়নি বলে জানান গনি।

নিয়মমাফিক মাছ ধরা নিয়ে বেজায় খুশি সুলতান আহমদের ছেলে গনি। তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে ভোরে মাছ শিকারে যায় তাঁর দলবল। সকাল ৮টার দিকে জাল টানতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল একটি মাছ দেখে সবাই খুশিতে আত্মহারা। ট্রলার তীরে পৌঁছালে অন্যান্য মাছের সঙ্গে এটিও বাজারে তোলেন গনি। দাম হাঁকান ৩ লাখ ৫০ হাজার টাকা। তবে স্ত্রী মাছ হওয়ায় বেশি দামে বিক্রি করতে পারেননি।

গনির জালে বারবার দামি পোয়া ধরা পড়ায় তাঁর ভাগ্য বদলের কথা সেন্টমার্টিনবাসীর মুখে মুখে। সর্বশেষ ধরা পড়ে ৮ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে ৬০ কেজি ওজনের দুটি বড় পোয়া মাছ। মাছ দুটি কক্সবাজারের মৎস্য ব্যবসায়ী ইসহাকের কাছে ৮ লাখ টাকায় বিক্রি করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন, যার মূল্য ছিল ১০ লাখ টাকা। ২০২০ সালের ২০ নভেম্বর গনি আবারও পোয়া মাছ বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়।

গনি বলেন, মাছ বিক্রি করে দুটো মাছ ধরার ট্রলার, ৪০টি জাল ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করি। সেই সঙ্গে বাড়িটিও করা হয়। তার এক ছেলে ও এক মেয়ে হলেও পুরো পরিবারে ২০ জনের মতো সদস্যসংখ্যা রয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘গনি মাছ শিকার করে ধনীর পথে। এটি তাঁর জন্য ভাগ্য।’

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২