কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার উখিয়ার ১৩ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
আটক আসামিরা হলেন-১৩ নম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে ব্লকরেইডসহ নানা কৌশলে অভিযান পরিচালনা করে ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় ৪ আসামিকে আটকেরা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
গত ১৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকের একটি চায়ের দোকানের সামনে পার্শ্ববর্তী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অইদিন রাতেই এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় হত্যা মামলা রুজু করেন।