হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধর, সেই যুবক ডিবি হেফাজতে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরে নেতৃত্ব দেওয়া যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মো. ফারুকুল ইসলাম নামের ওই যুবককে আটক করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ওই নারীকে হেনস্তা ও মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়।

আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার ছাত্র।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাঁকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়টি ওই যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছেন। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম। এ সময় ফারুক ওই নারীকে শাসাতে থাকেন। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেককেই এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে ফারুকল তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু নিহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার