হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে র‍্যাব ও ডাকাতদলের গোলাগুলি, কৃষক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অপহৃত এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে র‍্যাবের সঙ্গে ডাকাতদলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মোরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

অপহৃত মাসুদ চৌধুরী প্রত্যাশী নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঈদগাঁও শাখায় কর্মরত আছেন। তিনি ঋণের কিস্তি সংগ্রহ করতে গিয়ে আজ সোমবার দুপুর ৩টার দিকে অপহৃত হন। 

নিহত ব্যক্তির নাম বায়াতুল্লাহ (৪২)। তিনি পেশায় কৃষক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জামিলুল হক। তিনি আজকের পত্রিকাকে জানান, বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদ চৌধুরী বিকেলে অপহরণের স্বীকার হয়। বিষয়টি র‍্যাব জানতে পেরে সন্ধ্যায় ভারুয়াখালীর মোরার পাড়া এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এতে ডাকাতদলের গুলিতে কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, অপহৃত এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের নেতা ফরহাদকে আটক করা হয়েছে। 

নিহত কৃষকের ভাই করিম উল্লাহ বলেন,  ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাঁকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনা হলে তাঁর ভাই মারা যায় বলে জানান তিনি।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১