হোম > সারা দেশ > কক্সবাজার

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ ইউপি সদস্যের, অতঃপর...

কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, সদর উপজেলার খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার ছেলে আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ইউপি সদস্য এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত থেকে উঠে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ইউপি সদস্য বাবুলের পুকুরে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, পুকুরে ঝাঁপ দিয়ে অপর প্রান্ত থেকে ওঠার চেষ্টা করেন ইউপি সদস্য। ওই প্রান্তেও পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি পুলিশের উদ্দেশে চিৎকার করেন এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তাঁর মা মারা গেছেন, আগামীকাল মঙ্গলবার তাঁর মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। এই এক দিন তাঁকে গ্রেপ্তার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান।

গ্রেপ্তার পর ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড