হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে তিন ছেলেমেয়েসহ বাবার বিষপান, দুজনের মৃত্যু  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে তিন ছেলেমেয়েসহ নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৪০)। আজ রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও মেয়ে শিশু সুমাইয়া মারা গেছে। অপর দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার আবারও ঝগড়া হয়। বিকেলে স্ত্রী বাড়ি ছেড়ে দূর সম্পর্কের চাচার বাসায় চলে গেলে আনোয়ার হোসেন তাঁর তিন শিশু ছেলেমেয়েকে জোরপূর্বক বিষপান করান। একই সঙ্গে নিজেও পান করেন। এতে আনোয়ার হোসেন ও তাঁর ৯ বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় মেম্বার আব্দুস সালাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলে সমাধানও করেছিলাম। গতকাল কলহ সৃষ্টি হলে রেহেনা আক্তার ছেলেমেয়েকে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যান। এরই জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে কলহের কারণ জানা যাবে।’

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার হোসেন। এতে তাঁর ও মেয়েশিশুর মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার পরিদর্শক আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক