হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে তিন ছেলেমেয়েসহ বাবার বিষপান, দুজনের মৃত্যু  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে তিন ছেলেমেয়েসহ নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৪০)। আজ রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও মেয়ে শিশু সুমাইয়া মারা গেছে। অপর দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার আবারও ঝগড়া হয়। বিকেলে স্ত্রী বাড়ি ছেড়ে দূর সম্পর্কের চাচার বাসায় চলে গেলে আনোয়ার হোসেন তাঁর তিন শিশু ছেলেমেয়েকে জোরপূর্বক বিষপান করান। একই সঙ্গে নিজেও পান করেন। এতে আনোয়ার হোসেন ও তাঁর ৯ বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় মেম্বার আব্দুস সালাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলে সমাধানও করেছিলাম। গতকাল কলহ সৃষ্টি হলে রেহেনা আক্তার ছেলেমেয়েকে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যান। এরই জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে কলহের কারণ জানা যাবে।’

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার হোসেন। এতে তাঁর ও মেয়েশিশুর মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার পরিদর্শক আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা