হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর গুলিতে নারী নিহত

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে স্বামীর গুলিতে নুর কায়াছ (২৬) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা স্বামী আরাফাত (২০) তাঁর স্ত্রীকে গুলি করেন বলে জানিয়েছে পুলিশ। এতে স্বামী আরাফাত হোসেনও আহত হন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী আরাফাত ক্যাম্প-৮ ইস্টের আবু কালামের ছেলে এবং এফডিএমএন সদস্য। উখিয়া ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এফডিএমএন ক্যাম্প-০৮ ইস্ট এর বি/ ৫৭ ব্লকে ওই নুর হাবা নামের একজনের বসতঘরে স্ত্রী নুর কায়াছকে গুলি করেন স্বামী আরাফাত। এতে ওই গৃহবধূর মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন। পরে তাঁর মা-ভাই ও আত্মীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল কুতুপালংয়ে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২০ মিনি নুর কায়াছ মারা যান। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় গুলিবিদ্ধ আরাফাত হোসেন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১