হোম > সারা দেশ > কক্সবাজার

হাজতখানায় ডাকাত শাহীনের ‘ফোন’ ব্যবহার, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আদালতের হাজতখানায় সীমান্তের চোরাচালান চক্রের হোতা শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অভিযোগে দুই টিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজিম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।

এর আগে গত বুধবার (৯ জুন) মামলায় হাজিরা দিতে আদালত পুলিশের হাজতখানায় আনা হয় ডাকাত শাহীনকে। আদালতে তোলার সময় তাঁর পকেটে থাকা মোবাইল ফোনসহ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গতকাল শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগ উঠেছে, পুলিশের সদস্যরা আদালতে হাজিরার সময় টাকার বিনিময়ে শাহীনকে মোবাইল ব্যবহার ও তাঁর সহযোগীদের সঙ্গে আলাপের সুযোগ করে দেন।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক, চোরাচালানসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি