কক্সবাজারের টেকনাফে আগুনে ভস্মীভূত হয়েছে মুরগির খামার। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। খামারটিতে বিদ্যুৎ ছিল।
গতকাল শনিবার রাত ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় শামসুল আলম ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে ও ধারকর্জের মাধ্যমে মুরগির খামার গড়ে তোলেন। সম্প্রতি খামারে ২ হাজার মুরগি তোলেন তিনি। আকস্মিক আগুনে পুরো খামারটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জয়নাল আবেদিন বলেন, আব্দুল জব্বারের ছেলে মো. শামসুল আলম ধারদেনা করে ৭ লাখ টাকা ব্যয়ে বেশ কিছুদিন আগে খামারটি গড়ে তোলেন। খামারটি পুড়ে যাওয়া তাঁকে এখন পথে বসতে হবে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, আগুন লেগে শামসুল আলমের খামারটি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।