হোম > সারা দেশ > কক্সবাজার

যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি, জাল টাকা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

শাহীনের বাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামু উপজেলার শীর্ষ ডাকাত শাহীনুর রহমান শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার ভোররাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক আসামি শাহীন নিজের বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এরপর র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ও তার সহযোগীরা কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযানে শাহীনের বাড়ি তল্লাশি করে দুটি ১২ বোর কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য, বিপুল পরিমাণ জাল টাকা, একটি ওয়াকিটকি সেট, সিসি ক্যামেরা এবং একটি কালো বাইনোকুলার উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, পলাতক শাহীনুর রহমান শাহীন কক্সবাজার অঞ্চলের একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাতদলের নেতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক পাচারসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি