হোম > সারা দেশ > কক্সবাজার

ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক হিসেবে পতাকা ওড়ানোর জন্য বাড়ির ছাদে উঠতে গিয়ে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তর তারাবনিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই কিশোরের নাম মোহাম্মদ মুসা (১৫)। উত্তর তারাবনিয়াছড়া এলাকার নুরুল হকের ছেলে মুসা। সে কক্সবাজার সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

মুসার বড় ভাই ফারুক আহমেদ বলেন, ‘এক প্রতিবেশীর বহুতল ভবনের ছাদে ফুটবলের প্রিয় দল ব্রাজিলের পতাকা ওড়াতে যায় মুসাসহ আরও কয়েকজন বন্ধু। ওপরে ওঠার সিঁড়ি বন্ধ থাকায় মুসা ও আরেক বন্ধু ভবনটির পানি সঞ্চালনের পাইপ বেয়ে তিনতলা পর্যন্ত পৌঁছায়। একপর্যায়ে মুসা তিনতলার পাইপ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মৃতের স্বজনদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক