হোম > সারা দেশ > কক্সবাজার

শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ফের জাহাজ চলবে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। আগামীকাল শুক্রবার সকালে চারটি জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটক নিয়ে যাত্রা করবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জাহাজ চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ে বৈঠকে নাফনদী দিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারে আবার সভা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়।’ 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকাল থেকে টেকনাফ ঘাট থেকে চারটি জাহাজ নিয়মিত সেন্টমার্টিনে যাতায়াত করবে।’ 

নাফ নদীর নাব্যতা-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার কথা উল্লেখ করে গত বছরের ২৯ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। এরপর থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। কেবল কক্সবাজার ও চট্টগ্রাম থেকে তিনটি জাহাজ চলাচল করে। 

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। উপস্থিতি ছিলেন উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা