হোম > সারা দেশ > কক্সবাজার

রকেট ডিস্ট্রিবিউটরকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া মোবাইল ব্যাংকিং রকেট ও এয়ার টেরের ডিস্ট্রিবিউটরকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে পৌরশহরের সরকারি হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী ব্যক্তির নাম মোহাম্মদ হাসান (৪০)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা ও শহরের একটি দোকানে মোবাইল ব্যাংকিং রকেট ও এয়ার টেরের ডিস্ট্রিবিউটরের ব্যবসা করেন। 

মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে দোকান বন্ধ করে রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। রিকশাটি হাইস্কুল সড়কে বাসার কাছাকাছি যেতেই মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে কয়েকজন ছিনতাইকারী আমার ওপর হামলা করে টাকাভর্তি ব্যাগ ও চারটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘রকেট ও এয়ারটেল সিম কোম্পানির চকরিয়া উপজেলার ডিস্ট্রিবিউটর আমি। ব্যবসার লেনদেনের মোট ২০ লাখ টাকা ছাড়াও আরও কিছু টাকা রয়েছে। ওই দিন সার্ভার কাজ না করায় ব্যাংকে জমা দিতে পারিনি। রাতে ব্যাগভর্তি করে টাকাগুলো বাসায় নিয়ে যাচ্ছিলাম। এখন আমার চরম পুঁজির সংকটে পড়তে হবে।’ 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই স্থান ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি