হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদ থেকে রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুই দিন আগে মাছ ধরতে নেমে নিখোঁজ হন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদের দমদমিয়া ঘাট এলাকায় ভাসমান অবস্থায় তাঁদের মৃতদেহ পাওয়া যায়। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) ও তাঁর ছেলে রুহুল আমিন (১৩)। 

টেকনাফ নৌ -পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্বজন ও স্থানীয়দের বরাতে তপন কুমার বিশ্বাস বলেন, রোহিঙ্গা ছালামত উল্লাহ ও তাঁর ছেলে রুহুল আমিন নাফ নদে নিয়মিত মাছ শিকারে যেতেন। সোমবার সকালেও বাবা-ছেলে প্রতিদিনের মতো মাছ ধরতে নামে। মাছ শিকারের একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে যান। 

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে স্বজনেরা নৌ পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে জানান। গতকাল বিকেলে নাফ নদের দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাবা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা