কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারার পাগলীরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় দিক থেকে আসা যানবাহন আটকা পড়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে যানজট লেগে যায়। যানজটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ে। থানা ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে।
চকরিয়া থানার ওসি ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক মারা যান। ঘটনাস্থলে বাসের চালক এবং হাসপাতাল নেওয়ার পথে ট্রাকচালকের মৃত্যু হয়।