হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা পাচারকারী নিহত

 প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা