হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণেরে অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগী নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন।

অভিযোগে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে আদালত এলাকা থেকে ওই নারীকে একদল যুবক তুলে নিয়ে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।  ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

মামলার এজাহারে তিনি বলেছেন, সোমবার বেলা ২টার দিকে কক্সবাজার শহরের আদালত পাড়ার মসজিদ মার্কেটে তার আইনজীবীর চেম্বারের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। তারপর উত্তর বাহারছড়ায় এক বাড়িতে আটকে রেখে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সুযোগ পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে ‘ধর্ষণকারীরা’ পালিয়ে যান। পরে তাকে পুলিশ উদ্ধার করে বলে তিনি এজাহারে উল্লেখ করেন।

ওসি মুনীর-উল-গীয়াস বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

এদিকে আজ মঙ্গলবার প্রধান আসামি ফিরোজ আহমদ সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী। তার আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে তিনি আমাকে বিয়ে করেন। বিয়ের পর আমি প্রথম স্ত্রীর মতো তাঁকেও আলাদা বসতঘর তৈরি করে দিয়ে সংসার করে আসছিলাম। সম্প্রতি পারিবারিক কলহের সৃষ্টি হলে তাঁর (মামলার বাদী) বাবা-মা সমাধানের চেষ্টা চালান। 

 ফিরোজ আহমদ জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ওই নারীর সঙ্গে তার বিবাহ হয়। প্রমাণ হিসেবে তিনি একটি কাবিননামা উপস্থাপন করেন।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা