হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে গোসলে নেমে দুই দিন ধরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে দুই দিন ধরে নিখোঁজ হিমেল আহমেদ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৪টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা নুনিয়ারছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার বেড়াতে এসে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে তিনি স্রোতের টানে ভেসে যান।

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পর্যটক হিমেল আহমেদ সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পর দুই দিনের মাথায় লাশ ভেসে আসে। তাঁর লাশ নিতে স্বজনেরা এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান, হিমেল আহমেদ ও মোহাম্মদ আরমান নামের তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে এ দুর্ঘটনার শিকার হন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের