হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরও এক যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

১২ ঘণ্টা ব্যবধানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শফিকুর রহমান ওরফে শুক্কুর (২২) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পালংখালী জামতলি আশ্রয়শিবিরের জি/ ৪ ব্লকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে জড়িতদের গ্রেপ্তারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত যুবক পালংখালী জামতলি ১৫ নম্বর আশ্রয়শিবিরের ফয়জুল করিমের ছেলে। 

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১১ ব্লকে সন্ত্রাসীদের গুলিতে কবির আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। আহত হয়েছেন আরেকজন। এ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে আশ্রয়শিবিরের সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হলেন। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসওর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শুক্কুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান শুরু করেছে।’ 

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল