হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত এবং অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের চালককে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. আব্দুল কাইয়ুম জানান, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

এদিকে ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন বলে তথ্য দিলেও তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশের এই পরিদর্শক। এ ছাড়া আটক কাভার্ড ভ্যানের চালকের পরিচয়ও জানাতে পারেননি তিনি।

আব্দুল কাইয়ুম বলেন, রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের এই পরিদর্শক বলেন, ‘ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতা কাভার্ড ভ্যানের চালককে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাঁকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেয়। আহত চালক উখিয়া উপজেলার গয়ালমারা এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিতগাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।’

নুরুল আবছার মানিক নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং অপর দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয় রাস্তার মাথা সড়কে। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কিছু নারী-পুরুষ গড়াগড়ি খাচ্ছেন। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়ন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল